• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

`চসিক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

`চসিক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা'                        
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোশনের (চসিক) কর্মকর্তা (প্রকল্প পরিচালক) মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

গতকাল সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনসহ অতিরিক্ত প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, এই ঘটনা নিয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। এরই মধ্যে মামলা হয়েছে। ডিবি পুলিশ মামলা তদারকি করছে।

তিনি আরো বলেন, অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্টদের গ্রেফতারে অভিযান চলছে।