• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মধ্যরাতে ধেয়ে আসছে কালবৈশাখী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

 
আজ সোমবার (১৫ মে) রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

যেসব জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা বেশি সেগুলোর নামও ফেসবুক পোস্টে জানান তিনি। জেলাগুলো হলো – চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলা বিশেষ করে বান্দরবন, রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম, শেরপুর ও নেত্রকোনা।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বিশেষ করে বান্দরবন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে যাচ্ছে রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।

তিনি আরো লেখেন, রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আজ রাত ১১ টার পর থেকে রাত ২ টার মধ্যে।

এছাড়া, শেরপুর ও নেত্রকোনা জেলার উপর দিয়ে রাত ১ টা থেকে রাত ৩ টার মধ্যে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলেও জানান মোস্তফা কামাল পলাশ।