• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আবহাওয়া পরিবর্তনে জ্বর ঘরে ঘরে, কোন জ্বরের কী উপসর্গ? 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

আবহাওয়া পরিবর্তনে জ্বর ঘরে ঘরে, কোন জ্বরের কী উপসর্গ?            
জ্বরের রকমফের আছে। অনেকের কাঁপুনি দিয়ে জ্বর আসে। আবার কারও ছেড়ে ছেড়ে জ্বর আসে। অনেক সময় হালকা জ্বর থাকে গায়ে, যেটির যন্ত্রণা বেশ কয়েক দিন বইতে হয়। বিশেষ করে এই শ্রাবণে চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর ও সর্দি-কাশি। 

প্রতি ঘরেই কেউ না কেউ জ্বরে, ঠাণ্ডায় আক্রান্ত। কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, অনেকের আবার প্রয়োজন হচ্ছে চিকিৎসকের পরামর্শের। তারপরও জ্বর নিয়ে  আতঙ্ক জনমনে। কারণ জ্বর রোগের উপসর্গমাত্র। 

আমরা এখনও করোনাকাল অতিক্রম করছি। ফলে জ্বরে ভুগলে অনেকেই করোনায় আক্রান্ত্র মনে করছেন। অনেকে আবার ভাবছেন ডেঙ্গুজ্বর কিনা? 

বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি জ্বরের বেশ কিছু কমন উপসর্গ যেমন রয়েছে, তেমনি আলাদা উপসর্গও রয়েছে। যা দেখে রোগের ধরণ নির্ণয় করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক কোন জ্বরের কী উপসর্গ সে সম্পর্কে- 

সাধারণ জ্বর

>>> শরীরে জ্বর থাকবে (তাপমাত্রা কমবে-বাড়বে)। 

>>> হাঁচি ও কাশি থাকে। 

>>> নাক দিয়ে অনেকের পানি পড়তে পারে। 

>>> শ্বাসকষ্ট কিংবা গলা ব্যথা থাকবে না। 


করোনা জ্বর

>>> শরীরে জ্বর থাকবে। 

>>> সর্দি ও কফ থাকবে। 

>>> গলা ব্যথা থাকবে। 

>>> কিছুদিনের জন্য ঘ্রাণ চলে যেতে পারে। 

>>> মুখের স্বাদ নষ্ট হতে পারে। 

>>> অনেকের শ্বাসকষ্ট হতে পারে। 

ডেঙ্গু জ্বর

>>>  শরীরে জ্বর থাকবে ( উচ্চ তাপমাত্রা)। 

>>> গায়ে প্রচণ্ড ব্যথা থাকবে। 

>>> মাথাব্যথা হয়। 

>>> চোখ ব্যথা হতে পারে। 

>>> অনেক সময় রক্তক্ষরণ হতে পারে। 

মৌসুমী জ্বর থেকে বাঁচতে বিনা প্রয়োজনে রোদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুই থেকে তিন দিনের বেশি জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।