• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

তাইওয়ানে হস্তক্ষেপের শঙ্কায় জাপানকে হুমকি দিল চীন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

চীন যেভাবে তাইওয়ান পরিচালনা করে, তাতে হস্তক্ষেপ করলে জাপানকে পরমাণু হামলা এবং সম্পূর্ণ যুদ্ধের হুমকি দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)। সিসিপি সম্প্রতি একটি ভিডিও প্রচার করেছে, তাতে বিষয়টি জানা গেছে বলে এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সিসিপি ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেলে ভিডিওটি সম্প্রচার হয়েছে। পরমাণু সক্ষমতা না থাকা দেশের ওপর পরমাণু অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে চীনের যে নীতি, জাপানকে সেই নীতির বাইরের দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ওই ভিডিওতে আরো বলা হয়েছে, আমরা প্রথমে পরমাণু বোমা ব্যবহার করবো। এরপর আমরা পরমাণু বোমা ফেলা অব্যাহত রাখবো।

ভিডিওটিতে আরো বলা হয়েছে, দ্বিতীয়বারের মতো জাপান কোনো ধরনের শর্ত ছাড়াই আত্মসমর্পণ না করা অবধি আমরা এটা অব্যাহত রাখবো।

অন্তত ২০ লাখ মানুষ দেখার পর ভিডিওটি চীনা প্ল্যাটফর্ম 'শিগুয়া' থেকে মুছে দেওয়া হয়েছে। তবে সেই ভিডিওর কপি ইউটিউব এবং টুইটারে আপলোড হয়েছে।