• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

৯ /১১: টুইন টাওয়ারে হামলার ২০ বছর 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১  

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ভয়ে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ানক জঙ্গি হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। চোখের নিমেশে ধুলোয় মিশেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থল টুইন টাওয়ার। ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছিল তিন হাজার মানুষের।

সেই ভয়াবহ হামলার ২০ বছর পূূর্ণ হলো। তবে এখনো সেই হামলার স্মৃতি যেন টাটকা। বিশেষ করে যারা ওই হামলায় স্বজনদের হারিয়েছেন তাদের কাছে আজ মন খারাপের দিন।

৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম এক ট্যুইটে লিখেছে, ঝকঝকে নীল আকাশের তলায় মাত্র ১০২ মিনিটে আমাদের জীবন একেবারে বদলে গিয়েছিল। আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০০১ সালের সেই হামলার ২০তম বার্ষিকী।