• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইয়াজিদি তরুণরা উদযাপন করল পিকেকের প্রতিষ্ঠাবার্ষিকী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

২৭ নভেম্বর শেঙ্গালে পিকেকে (কুর্দিস্তান পিপলস পার্টি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

ইয়াজিদি ইয়ুথ ইউনিয়ন এবং ইয়াজিদি ইয়ং উইমেনস মুভমেন্ট পিকেকে-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করে। উদযাপনের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় গুলবেল পিপলস অ্যাসেম্বলির সামনে জোরভা, বোরিক ও গুহবেল-এর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিং অব ফায়ারে 'আপো' লিখে উদযাপন শুরু হয়।

উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে ইয়াজিদি যুব ইউনিয়নের সদস্য এলি জেরি বলেন, ইয়াজিদি জনগণের ভুলে যাওয়া উচিত নয় যে পিকেকে আমাদের যত্ন নিয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে আমরা আরো সাফল্য উদযাপন করব। নেতা আপোর দর্শন ও ধারণার জন্য ধন্যবাদ। আমরা শেষ ইয়াজিদি গণহত্যার পর নিজেদের সংগঠিত করার জায়গা পেয়েছি। আমরা আমাদের জমিতে বসবাস করার সুযোগ পেয়েছি।

বক্তৃতার পর আগুন জ্বালিয়ে তার চারপাশে হালায় নাচে তরুণরা।