• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হঠাৎ মধ্য এশিয়ার তিন দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

মধ্য এশিয়ার তিন দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কয়েক কোটি মানুষ কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়েন। এর ফলে কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তানের সড়কগুলোতে দীর্ঘ সময় যানজট, দেরিতে ফ্লাইট এবং গণপরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। 

সাবেক সোভিয়েত আমলে কাজাখস্তানে তৈরি কেন্দ্র থেকে মধ্য এশিয়ার এই তিন দেশে আন্তঃসংযোগ ব্যবস্থার মাধ্যমে একই লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। 

স্থানীয় সময় মঙ্গলবার সকালে সরবরাহ লাইনে সমস্যা দেখা দেয়ায় কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতি এবং কিরগিজস্তান ও উজবেকিস্তানের কয়েকটি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তিন দেশেরই কয়েকটি প্রদেশ বিদ্যুৎহীন ছিল। বিকেলের দিকে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়।

বিদ্যুৎ না থাকায় বিস্তৃত এই অঞ্চলে পানি সরবরাহ লাইন ও পেট্রোল স্টেশনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ভূগর্ভস্থ টানেলগুলোতে আটকে যায় বিদ্যুৎচালিত ট্রেনগুলো। জেনারেটর দিয়ে জরুরি যন্ত্র চালু রাখা হয় হাসপাতালগুলোতে। ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দেশটির অবকাশযাপন কেন্দ্র আমিরসয়তে ঝুলন্ত কেবল কারগুলো মধ্যপথেই বন্ধ হয়ে যায়।