• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চাঁদে আছড়ে পড়তে চলেছে স্পেসএক্স’র রকেট 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

দীর্ঘ প্রায় সাত বছর ধরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ঘোরাঘুরি করার পর এবার চাঁদে আছড়ে পড়তে চলেছে ইলন মাস্কের স্পেসএক্স এর একটি রকেট।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে এক আন্তঃগ্রহ মিশনের অংশ হিসাবে ফ্লোরিডা থেকে পাঠানো হয়েছিল রকেটটি। যার ভেতরে ছিল ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি নামের একটি স্যাটেলাইট।

কিন্তু ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি নামের ওই স্যাটেলাইটটি পাঠানোর পরে রকেটটির ইঞ্জিনগুলো জ্বালানির অভাবে প্রায় বিকল হয়ে যায়। রকেটিটির পক্ষে পৃথীবি ও চাঁদের মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে ফিরে আসাও অসম্ভব হয়ে পড়ে।

ফলে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রকেটটি মহাকাশে এদিক-ওদিক ভাসতে থাকে।

সম্প্রতি দেখা গেছে, রকেটটি চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। মহাকাশ পর্যবেক্ষকদের ধারণা রকেটটি আগামী ৪ মার্চ প্রতি সেকেন্ডে ২.৫৮ কিলোমিটার বেগে চাঁদের ওপর আছড়ে পড়তে পারে।

সূত্র: ডেইলি মেইল