• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভারতে ডলারের রেকর্ড পরিমাণ পতন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মে ২০২২  

বেশ কয়েকদিন থেকে এশিয়াসহ বিভিন্ন দেশে ডলারের রেকর্ড পতন ঘটেছে। বাংলাদেশের খোলাবাজারে এক ডলার কিনতে ১০০ টাকার বেশি গুণতে হয়েছে। এজন্য কয়েকদিন ধরেই ডলারের বিপরীতে টাকার মান কমার খবরে সরগরম ছিল গণমাধ্যম।

পাকিস্তানি মুদ্রারও ঐতিহাসিক পতন হয়েছে। দেশটিতে এখন ১ ডলার কিনতে লাগছে ২০০ রুপি। এদিকে পাকিস্তানের প্রতিবেশি ভারতও ভালো নেই।

বৃহস্পতিবার রুপির পতন সর্বকালীন রেকর্ড গড়েছে। বাজার বন্ধ হওয়ার সময় ডলারপ্রতি রুপির দাম কমে দাঁড়ায় ৭৭ টাকা ৭৩ পয়সা।

বুধবার এক ডলারে টাকার দাম ছিল ৭৭ টাকা ৬১ পয়সা। পতন হয় শেয়ার সূচকেরও। ব্যাপক পতনে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ৬ লাখ ৭১ হাজার কোটি টাকা কার্যত মুছে গেছে।

প্রসঙ্গত, ভারতীয় টাকা সস্তা হওয়ার শুরুটা হয়েছিল মার্চ থেকে। তা ১৯ মে পৌঁছাল সর্বকালীন তলানিতে। কিন্তু এর কারণ কী?

বিশ্লেষকরা মনে করছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। তার প্রভাব সরাসরি এসে পড়ছে ভারতীয় টাকার ওপর। আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোয় বিনিয়োগ কমেছে। এর সম্মিলিত প্রভাবেই টাকার দামের অবমূল্যায়ন বলে মনে করা হচ্ছে।