• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইরান সফরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট           

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২২  

দুই দিনের সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

গতকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তেহরান পৌঁছান। 

তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইরান সফরের সময় প্রেসিডেন্ট মাদুরো দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বৈঠকে যোগ দেবেন। ইরান এবং ভেনেজুয়েলা বলদর্পী মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছুদিন আগে ভেনেজুয়েলা মারাত্মকভাবে জ্বালানি তেলের সংকটে পড়ে। তখন ইরান কয়েকটি জাহাজে করে ভেনেজুয়েলায় তেল পাঠিয়েছিল।

বহুদিন  ধরে আমেরিকা ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করে আসছে। এজন্য ওয়াশিংটন গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাত দিচ্ছে এবং ভেনেজুয়েলার বিরোধী দলকে ষড়যন্ত্র বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
কে/