• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ধর্ষণ বেড়ে যাওয়ায় পাঞ্জাবে ‘জরুরি অবস্থা’ জারি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুন ২০২২  

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে গত কয়েকদিনে শিশু ও নারীদের যৌন হয়রানির ঘটনা বেড়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশটি। বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আট্টা তারার গত রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা আটকাতেই জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। নারী এবং শিশুদের ওপর যৌন অত্যাচার নিয়ে আশঙ্কিত সরকারি আধিকারিকরা। 

তিনি বলেন, এ বিষয়ে সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হবে। এর পাশাপাশি নিজেদের সন্তানদের নিরাপত্তার গুরুত্ব শেখানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি।

তারার বলেন, ধর্ষণের বেশ কয়েকটি ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে। সরকার ধর্ষণ বিরোধী অভিযান শুরু করেছে এবং স্কুলে এ ধরনের হয়রানি সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করা হবে।