• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

জাতিসংঘের শস্য চুক্তির মেয়াদ ভেবে দেখবে রাশিয়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রফতানির চুক্তির মেয়াদ শিগগিরই শেষ হচ্ছে। চুক্তিটির মেয়াদ জাতিসংঘ বাড়াতে চাইলেও এ নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে রাশিয়া।

আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রথম দফায় ১২০ দিনের জন্য ইউক্রেনের খাদ্যশস্য রফতানির চুক্তি করা হয়। সেই চুক্তির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে। তবে চুক্তিটির মেয়াদ আরো এক বছর বাড়াতে চায় জাতিসংঘ।

এদিকে, রাশিয়া বলছে, চুক্তির মেয়াদ বাড়ানোর সীদ্ধান্ত ১৮ নভেম্বরের মধ্যে জানানো হবে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

তিনি বলেন, চুক্তির একদিক শুধু বাস্তবায়িত হয়েছে। ইউক্রেন শস্য রফতানির সুযোগ পেলেও শস্য ও সার রফতানির সুযোগ পায়নি রাশিয়া। চুক্তির এক পেশে বাস্তবায়নের কারণে সেটি নিয়ে পরবর্তীতে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবে রাশিয়া।