• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃত বেড়ে ১৫১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২  

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ১৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো আহত রয়েছেন ৮২ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে।

বিবিসি ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। এ ঘটনার কারণ অনুসন্ধান করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

হ্যালোইন উৎসব উদযাপনের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিত সিউলের ইথেওন এলাকায় শনিবার রাতে লাখের বেশি মানুষ জড়ো হন। কারণ, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর প্রথম মাস্ক ছাড়াও উৎসবের আয়োজন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সড়কের ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। ঘটনাস্থলের পাশে একটি ভবনে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় মানুষের স্তুপ দেখা গেছে। তাদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা।