• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

‘গিয়ার’ পাল্টানোর দক্ষতা দেখে চালককেই করলেন বিয়ে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

বয়স ২১ হলেও গাড়ি চালানোর হাত বেশ পাকা। তবে গাড়ির গিয়ার বদলানো দেখে প্রেমে পড়েন ১৭ বছরের খাতিজা। তাও নিজের গাড়িচালক। রূপে-গুণে কিংবা ধনী দেখে অনেকেই সংসার বাঁধেন। কিন্তু চালকের গিয়ার পাল্টানোর দক্ষতায় মুগ্ধ হয়ে বিয়ে করেছেন এ তরুণী।

ঘটনাটি পাকিস্তানের। গাড়ি চালানো শিখতে গিয়েই ২১ বছরের এ চালকের প্রেমে পড়েন খাতিজা। চালকের গিয়ার বদলানোর ধরন দেখে নিজেই দেন প্রেমের প্রস্তাব। ধর্ম-বর্ণ কিংবা জাত-পাত না দেখে নেন বিয়ের সিদ্ধান্তও।

সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যম ডেইলি পাকিস্তানকে সাক্ষাৎকারে নিজেদের প্রেমকাহিনির কথা জানিয়েছিলেন এ দম্পতি।

জানা গেছে, গাড়ি চালাতে জানতেন না খাতিজা। মেয়েকে গাড়ি চালানো শেখানোর জন্য এক চালককে নিয়োগ দেন খাতিজার বাবা। কিন্তু চাকা ঘোরানো শিখতে গিয়েই প্রেমে পড়েন চালকের।

খাতিজা বলেন, চালকের গিয়ার বদলানো দেখেই মুগ্ধ হই। জীবনের গিয়ার নিয়ন্ত্রণেও এ গাড়িচালকের হাত দারুণ সিদ্ধহস্ত বলেও মনে হয়েছিল। তাই গাড়িচালকের হাতে হাত রাখতে দ্বিতীয়বার ভাবিনি। বিয়ে করে এখন আমরা বেশ সুখেই আছি।

সাক্ষাৎকারে খাতিজাকে নিজের স্বামীকে উৎসর্গ করে একটি গান গাইতে বলা হয়। তখন স্বামীর উদ্দেশে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ববি’র ‘হাম তুম এক কামরে মে ব্যান্ড হো অর ছাবি খো যায়ে’ গেয়ে শোনান।