• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

অস্ত্র দেয়ার ব্যাপারে জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে: বাইডেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

রাশিয়াকে মোকাবিলায় শক্তিশালী অস্ত্র দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট যে অনুরোধ জানিয়েছেন তা নিয়ে তার সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে এফ-১৬ যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে বাইডেন জোর দিয়ে ‘না’ বলেছিলেন। এরপর তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমরা আলোচনা করতে যাচ্ছি।

ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তি হতে চলেছে ২৪ ফেব্রুয়ারি। এর মধ্যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রই কিয়েভকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। পশ্চিমা দেশসমূহও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে।

এর মধ্যে জেলেনস্কি আরো শক্তিশালী ও উন্নত অস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কারণ রাশিয়ার দিক থেকে ইউক্রেন ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু দেশটি ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে। অতি সম্প্রতি ইউক্রেনকে উন্নত ট্যাংক দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।