• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পাকিস্তান সরকারকে ইমরান খানের হুশিয়ারি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২৩  

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলবে নির্বাচন। বর্তমানে বিভিন্ন সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। এরই মধ্যে দেশটিতে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। এমন পরিস্থিতিতে দেশটির পাঞ্জাব রাজ্যে ভোটগ্রহণের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

এই নির্বাচনকে দমন করতে চায় বর্তমান সরকার। পাকিস্তান সরকার পাঞ্জাব প্রদেশের নির্বাচন বানচাল করতে চাইলে তা কঠোর হাতে দমন করার হুমকি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরি-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান। সরকারের পাশাপাশি তিনি দেশটির সেনাবাহিনীকেও সতর্ক করেছেন এ ব্যাপারে। 

ইমরান খান লাহোরে দলীয় এক সমাবেশে বুলেট-প্রুফ গাড়িতে বসে দেওয়া এক ভাষণে এসব কথা বলেছেন। 

পিটিআই প্রধান বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ১৪ মে পাঞ্জাব প্রদেশের নির্বাচন অনুষ্ঠানের আদেশ দিয়েছেন।

কোনো ভাবেই যাতে এ নির্বাচন বানচাল করা সাহস করা না হয়। এ ব্যাপারে দেশটির সরকারকে সাবধান করে দেন ইমরান খান। অন্যথায় আবারো রাজপথ দখলের হুশিয়ারি দেন তিনি। এবং বর্তমান সরকারকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।