– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

চাঁদে কম্পন শনাক্ত করলো ভারতের চন্দ্রযান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর থেকে নানা তথ্য পাঠাচ্ছে। এবার জানালো আরো নতুন তথ্য, চাঁদে মাটিতে কম্পন ও প্রাকৃতিক বস্তুর অস্তিত্ব শনাক্ত করেছে ল্যান্ডার বিক্রম।

বিক্রমে থাকা লুনার সিসমিক অ্যাকটিটিভি (আইএলএসএ) এ ঘটনা রেকর্ড করেছে। বৃহস্পতিবার ইসরো নতুন এই বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে।

ছয়টি উচ্চ সংবেদনশীল একসেলেরোমিটারের সমন্বয়ে আইএলএসএ গঠিত। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সিলিকন মাইক্রোমেশিনিং প্রক্রিয়ায় এটি তৈরি করা হয়েছে। এর মূল সেন্সরটি চিরুনির মতো ইলেকট্রোডসহ একটি স্প্রিং-মাস সিস্টেম দিয়ে গঠিত।

মূলত চাঁদের ভূমিকম্প রেকর্ড করার জন্য আইএলএসএ তৈরি করা হয়েছে। চাঁদে কোনো ধরনের কম্পন অনুভূত হলে স্প্রিংটি স্থানচ্যুত হয়।

ভারতীয় মহাকাশযান চন্দ্রযান–৩ চাঁদে অবতরণের দুইদিন পর গত ২৫ আগস্ট চাঁদে কম্পনের ঘটনা রেকর্ড করে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায় ইসরো।