• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কাপড় ধোয়ায় করনীয়

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

প্রতিদিন নানা রকম ধুলাবালি ময়লায় কাপড় চোপড় ধোয়ার বিকল্প নেই। অনেক সময় ধুতে গিয়ে দেখা যায় এক কাপড়ের রঙ অন্য কাপড়ের সঙ্গে মিশে যায়, আবার কাপড় ছিড়ে যায়, রঙ ফ্যাকাশে হয়ে যায়। শুধু ডিটারজেন্টে ভিজিয়ে পানি দিয়ে ধুলেই হয়না। কাপড় ধোয়ার ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। চলুন তাহলে জেনে নেয়া যাক কাপড় ধোয়ায় করনীয়-

১. ব্রান্ডের যেকোনো দামী পোশাকের সঙ্গে ট্যাগ লাগানো থাকে। এই ট্যাগেই পোশাক ব্যবহার ও ধোয়ার নিয়ম দেয়া থাকে।

২. সাদা কাপড়ের সঙ্গে অন্য রঙের কাপড় ভেজাবেন না। সব সময় সাদা রঙের কাপড় আলাদা ভেজাবেন। নইলে পছন্দের সাদা পোশাকটি অন্য রঙের সঙ্গে মিশে নষ্ট হয়ে যেতে পারে।

৩. শীতের শুরুতে অনেকেই পুরানো গরম কাপড়গুলো ধোয়া শুরু করেছেন। উলের কাপড় গরম পানিতে ধোয়া যাবেনা এতে কাপড় নষ্ট হয়ে যায়। এছাড়া উলের পোশাক বেশিক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখাও উচিত না।

৪. অনেক সময় একসঙ্গে অনেক কাপড় ময়লা হলে সব কাপড়ই ডিটারজেন্ট ভিজিয়ে থাকি। খুব বেশি কাপড় ভেজালে ভালোভাবে পরিষ্কার হয়না তাই একসঙ্গে অল্পসংখ্যক কাপড় ভেজান।

৫. অনেক সময় কাজের ব্যস্ততায় কাপড় অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়। ঘণ্টার পর ঘণ্টা ডিটারজেন্টে কাপড় ভিজিয়ে রাখবেন না। এতে কাপড় নরম হয়ে নষ্ট হয়ে যায়।

৬. যারা ওয়াশিং মেশিন দিয়ে কাপড় পরিষ্কার করেন তারা মেশিনের ফিল্টার পরিষ্কার করবেন। ফিল্টার পরিষ্কার থাকলেই কাপড় পরিষ্কার হবে।

৭. জিন্স জাতীয় কাপড়ের সঙ্গে নরম সুতি কাপড় ভেজাবেন না। জিন্স কাপড়ের এক ধরনের রঙ বের হয়।

৮. গাঢ় রঙের কাপড় কড়া রোদে শুকাবেননা। অতিরিক্ত রোদের কারণে অনেক কাপড়েরই ফ্যাকাশে হয়ে যায়।

৯. কিছু কাপড় আছে যা ঘামলেও রঙ উঠে যায়। তাই আগে চেক করে নিন আপনার কাপড় থেকে অতিরিক্ত রঙ ওঠার সম্ভাবনা রয়েছে কিনা। নতুন কাপড়ের ক্ষেত্রে এটি বেশি হয়।

১০. কাপড়ে সরাসরি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। আগে পানিতে ডিটারজেন্ট গুলে তারপর কাপড় ভেজাবেন। আর ব্লিচিং পাউডার ব্যবহার করলে সবার শেষে দিবেন।