• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এম. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত প্রবীণ রাজনীতিক স্বাধীনতা পদক প্রাপ্ত এ্যাডভোকেট এম. আব্দুর রহিমের ৫ম মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

'এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর' এর গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ১০.৩০ টায় দিনাজপুর সদর উপজেলার জালালপুরে প্রয়াত এই রাজনীতিকের সমাধিতে প্রথমে এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পক্ষ হতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিমের বড় পুত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এম ইনায়েতুর রহিম, কনিষ্ট পুত্র মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, 'এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর' এর সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্যরা। 

এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান দেশের প্রতি মরহুম এম. আব্দুর রহিমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করেন।