– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

কনে সাজে বাঙালিয়ানার সঙ্গে ‘অ্যারাবিয়ান ভাইব’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

কনে সাজে বাঙালিয়ানার সঙ্গে ‘অ্যারাবিয়ান ভাইব’                     
শীত মৌসুম এসে গেছে। বিয়ে করার মোক্ষম ঋতু। বিয়ের কনে এই বিশেষ দিনে বিশেষ সাজে সাজবেন এটাইতো স্বাভাবিক। এই সময়ে কনেরা যেমন সাজে সাজছে চলুন দেখে নেয়া যাক।

ভারি কাজের লেহেঙ্গা। সঙ্গে ভারী গয়না। তবে খেয়াল করেছেন কি, ওড়ানাটাতে শুধুমাত্র পাড়ে নকশা রয়েছে। বাকিটা একেবারে সাদামাটা। এতেই ফুটে উঠেছে কন্যার সাজ। লাজুক লতা মুখ। লেহেঙ্গার নকশার রঙে মিলিয়ে চোখের রং, আর গাঢ় মাশকারা। ঠোঁটে ওড়নার জমিনের রংয়ের মতো লিপস্টিক। বাঙালিয়া আর অ্যারাবিক ভাইব মিলেমিশে দারুণ লাগছে। এমন সাজে সাজতে পারেন আপনিও।

পোশাকে লালের ছিঁটেফোঁটাও নেই। কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে না যে, তিনিই বিয়ের কনে। চোখের সাজটা খেয়াল করেছেন। আই কর্ণার থেকে ওপরের দিকে উঠে গেছে কাজল। সঙ্গে সাজে পুঁথি। পাথরের ভারি গয়না। পরনে আনারকলি।