ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৮ রমজান ১৪৪৪

সর্বশেষ:
শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার আজ থেকে, ফি ১৫০-৪০০ টাকা স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী রংপুর নগরীতে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যা পহেলা বৈশাখে মুখোশ-ব্যাগ বহন করা যাবে না মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলছে ৩১ মার্চ

বডি লোশন কি মাখবেন মুখে?

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

বডি লোশন কি মাখবেন মুখে?                                     
শীত এলে বডি লোশনটা ব্যবহার করা হবেই। ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য বডি লোশন কার্যকর। তবে অনেকে শরীরে মাখার পাশাপাশি মুখেও বডি লোশন ব্যবহার করেন। এমনটা কি ঠিক?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, বডি লোশন মুখে ব্যবহার করলে তেমন ক্ষতি নেই। তবে ত্বকে কোনো বিশেষ সমস্যা থাকলে (ব্রণ, অ্যাকজিমা, ইত্যাদি) বডি লোশন লাগানোর পর ত্বকে জ্বালাপোড়া এমনকি অ্যালার্জিও দেখা দিতে পারে।

কিন্তু এক্ষেত্রে আপনার বডি লোশনের উপাদানগুলো একবার দেখে নিতে হবে। সচরাচর বডি লোশনে এক্সফলিয়েটিং অ্যাসিড থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। কিন্তু উচ্চ মাত্রায় থাকলে তা মুখের ত্বকের জন্য ভালো অবশ্যই নয়।

বডি লোশন মুখে মাখলে
বডি লোশন যদি মুখে মাখতেই হয়, এর ঘনত্বের দিকে খেয়াল রাখুন। মুখের ত্বকে ঘন ক্রিম মানানসই যদি না হয়ে থাকে, তাহলে ঘন লোশন ব্যবহার করাটাও হবে ভুল।