ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৮ রমজান ১৪৪৪

সর্বশেষ:
শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার আজ থেকে, ফি ১৫০-৪০০ টাকা স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী রংপুর নগরীতে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যা পহেলা বৈশাখে মুখোশ-ব্যাগ বহন করা যাবে না মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলছে ৩১ মার্চ

স্কিন ফাস্টিং কী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

স্কিন ফাস্টিং কী                                                       
প্রতিনিয়ত মেকআপ করলেও কিছুদিন ত্বককে বিশ্রাম দিতে হয়। এর পোশাকি নাম স্কিন ফাস্টিং। দেশে অনেকেই অবশ্য এই ধারণার সঙ্গে পরিচিত নন। অথচ ত্বকের উপোষ আপনার ক্লান্ত ত্বকে প্রাণ সঞ্চার করতে পারে।

কিন্তু স্কিন ফাস্টিং কী?
ত্বক-বিশেষজ্ঞদের অভিমত, সপ্তাহে দু'দিন যদি হালকা মেক-আপ  কিংবা মেকআপ ছাড়া থাকা যায় তাহলে ত্বক আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ভারি মেকআপের ফলে ত্বকের কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়। এতে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হওয়ার পাশাপাশি বয়সের ছাপ পড়ে। এছাড়াও মেকআপের রাসায়নিক উপকরণ ত্বকের রোমকূপ ঢেকে দেয়। এতে অ্যালার্জিসহ নানা রোগের দেখা দেয়।

আসুন জেনে নেই স্কিন ফাস্টিং এর উপকার কি কি:

স্কিন ফাস্টিং করলে ত্বকে নতুন কোষ জন্মাবে।
ক্লেনজার আর সানস্ক্রিন বাদে কিছুই ব্যবহার করা উচিত না স্কিন ফাস্টিং এর সময়।
ত্বক পরিষ্কার রাখা এবং কড়া রোদ থেকে বাঁচিয়ে চলুন।
ফেশওয়াশ ব্যবহার না করে ফেস সেরাম ব্যবহার করুন।
অনেকে ত্বকে ডিটক্সিফিকেশনের জন্যে ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন।
ত্বকে ডিটক্সিফিকেশন চালু করতে গোসলের সময় পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন।
গোসলের পানিতে এসেনশিয়াল অয়েল মিশিয়েও ডিটক্সিফিকেশন চালু করা যায়।
ত্বকে ড্রাই ব্রাশিং করতে পারেন।