ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৮ রমজান ১৪৪৪

সর্বশেষ:
শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার আজ থেকে, ফি ১৫০-৪০০ টাকা স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী রংপুর নগরীতে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যা পহেলা বৈশাখে মুখোশ-ব্যাগ বহন করা যাবে না মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলছে ৩১ মার্চ

বাড়িতেই বানিয়ে নিন হেয়ার স্পা ক্রিম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

বাড়িতেই বানিয়ে নিন হেয়ার স্পা ক্রিম                              
চুল নিয়ে সমস্যা অনেকেরই থাকে। চুলের নানা সমস্যার সমাধানে অনেকেই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। এসব সমস্যা সমাধানে কোনো না কোনো পদ্ধতি মেনে চলতে হয়। অনেকে বাজার চলতি পণ্য ব্যবহার করেন আবার কেউ ঘরোয়া টোটকায় নির্ভর করেন। পণ্যের দাম বাড়তি থাকলে সমস্যা সমাধানে ঘরোয়া টোটকাই সবচেয়ে ভালো পদ্ধতি।

চুলের সমস্যা দূর করতে হেয়ার প্যাকের পাশাপাশি হেয়ার স্পা করতে হয়। সেক্ষেত্রে ঘরেই বানিয়ে নিতে পারেন হেয়ার স্পা। আমাদের এই পরামর্শ অনুসরণ করুন আর আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন হেয়ার স্পা-

প্রথমে একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেল নিতে হবে।
ঐ জেলে ২টি ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিন।
এবার যোগ করুন ১ চা চামচ অলিভ অয়েল।
ভালোমতো সব মিশিয়ে নিন।
হেয়ার স্পা প্যাকটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগাতে হবে।
কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
এভাবে নিয়মিত ব্যবহারে আপনার চুলের নানা সমস্যা সহজেই দূর হবে।