• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাড়িতেই বানিয়ে নিন হেয়ার স্পা ক্রিম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

বাড়িতেই বানিয়ে নিন হেয়ার স্পা ক্রিম                              
চুল নিয়ে সমস্যা অনেকেরই থাকে। চুলের নানা সমস্যার সমাধানে অনেকেই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। এসব সমস্যা সমাধানে কোনো না কোনো পদ্ধতি মেনে চলতে হয়। অনেকে বাজার চলতি পণ্য ব্যবহার করেন আবার কেউ ঘরোয়া টোটকায় নির্ভর করেন। পণ্যের দাম বাড়তি থাকলে সমস্যা সমাধানে ঘরোয়া টোটকাই সবচেয়ে ভালো পদ্ধতি।

চুলের সমস্যা দূর করতে হেয়ার প্যাকের পাশাপাশি হেয়ার স্পা করতে হয়। সেক্ষেত্রে ঘরেই বানিয়ে নিতে পারেন হেয়ার স্পা। আমাদের এই পরামর্শ অনুসরণ করুন আর আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন হেয়ার স্পা-

প্রথমে একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেল নিতে হবে।
ঐ জেলে ২টি ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিন।
এবার যোগ করুন ১ চা চামচ অলিভ অয়েল।
ভালোমতো সব মিশিয়ে নিন।
হেয়ার স্পা প্যাকটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগাতে হবে।
কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
এভাবে নিয়মিত ব্যবহারে আপনার চুলের নানা সমস্যা সহজেই দূর হবে।