• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আমরা মানুষের জীবনকে উন্নত করতে চাই- প্রধানমন্ত্রী বউয়ের সঙ্গে ঝগড়া, হুমকি দিয়ে শ্বশুরবাড়ি ভাংচুর করল ঘরজামাই মোমেন-সান ওয়েইডং বৈঠক: শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কোর হেরিটেজে অন্তর্ভুক্তির উদ্যোগ

মেয়েরা একা থাকলেই যে পাঁচটি গোপন কাজ করে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

মেয়েরা তাদের সৌন্দর্য নিয়ে সবসময়ই সচেতন। তাই বগল ঘামা কোনো মেয়েরই পছন্দ নয়। 

বিশেষজ্ঞদের পরামর্শ, আপনি যদি প্রচুর ঘামেন তবে ত্বকে ব্যাকটেরিয়া জমা হওয়ার কারণে আপনার শরীর এক ধরনের কটু গন্ধ তৈরি করবে। বগলের মতো ত্বকের ভাঁজে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সবচেয়ে বেশি হয়। এটি আপনার বগলে দুর্গন্ধের কারণ তৈরি করবে। সেইসঙ্গে চুলকানি এবং প্রদাহের দিকে নিয়ে যাবে ত্বকের সমস্যা। 

প্রতিদিন সাবান এবং পানি দিয়ে বগল পরিষ্কার করলে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং এর বৃদ্ধি রোধ করবে। এতে ত্বকের সমস্যার ঝুঁকি কমবে এবং শরীর থেকে দুর্গন্ধ দূর হবে। একা থাকলেই মেয়েরা বগল বা গলায় পারফিউম ব্যবহার করেন৷ মাঝেমাঝে পরখ করে দেখেও নেন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা...

এছাড়া একা থাকলে তারা ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করে। যেহেতু মেয়েরা অনেকটা বেশি সংবেদনশীল হয়, তাই কখনো কখনো ভভিষ্যতের কথা ভেবে তাদের চোখে পানিও আসে। 

মেয়েরা রাস্তায় বের হলে যেমনভাবে খুশি শুতে বসতে পারেনা। তবে একা থাকলেই তারা নিজের মনের মতো করে হাত পা ছাড়িয়ে শুয়ে বসে থাকে।

বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে নারীরা আগে তাদের অন্তর্বাসটি খুলে ফেলে দেয়। এতে তারা অনেক স্বচ্ছন্দে থাকতে পারে।

একা থাকলে তারা তাদের মতো করে ঘুমতে পারে। কারণ সমাজের চোখরাঙানি তাদের আর স্পর্শ করে না।