• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইফতারে পাতে রাখুন ডিম পেটিস, তৈরি করুন সহজেই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

মহিমাম্বিত এই রমজানে আজ বেশি মসলা দিয়ে তৈরি বাইরের পেটিস না কিনে ইফতারে বাড়িতে তৈরি করতে পারেন ডিমের পেটিস। 

জেনে নিন রেসিপিটি এবং তৈরি করুন খুব সহজেই-

উপরকরণ
ডিম ৬টি, টমেটো ১টি, আলু ৩/৪টি, কাঁচা মরিচ ২/৩টি, ঘি ২ চামচ, ধনে পাতা এক গুচ্ছ, পেঁয়াজ ছোট ১টি, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি
পেঁয়াজ, টমেটো ও কাঁচা মরিচ কুঁচি করে কেটে নিন। ধনে পাতা ধুয়ে কেটে নিন। এবার এক টেবিল চামচ ঘি গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিন যতক্ষণ না বাদামি না হয়। টমেটো যোগ করুন এবং কয়েক মিনিট রান্না করুন। লবণ এবং ধনে পাতা যোগ করুন। এর মধ্যে ৫টি ডিম ভেঙ্গে দিন। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত ক্রমাগত নাড়তে থাকুন। এখন মিশ্রণটি নামিয়ে রেখে ঠান্ডা করুন।

একটি সসপ্যানে বাকি ডিম ভালো করে বিট করে একপাশে রাখুন। সিদ্ধ আলু চটকে নিন। ছোট ছোট বল করে চাপ দিয়ে চ্যাপ্টা আকার করুন। মাঝখানে ডিমের মিশ্রণ দিয়ে ভাঁজ করুন। হাতের তালুর মধ্যে চারপাশ আটকে দিন।

এখন প্যানে ঘি বা তেল গরম করুন। এবার ডিমে চুবিয়ে চাইলে ব্রেডক্রাম্ব মাখিয়ে তেলে ভাজুন। টমেটো সস বা চাটনির সঙ্গে গরম গরম ডিম পেটিস পরিবেশন করুন ইফতারের আয়োজনে।