• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

বর্ষায় চার উপায়ে চুলে যত্ন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২৩  

 
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা অনেকটাই বেড়ে যায়। চুলের উপর এর প্রভাব পড়ে প্রথমেই। তাই চুল ভালো রাখতে চারটি ঘরোয়া টোটকা মেনে চলা খুব জরুরি।

কলা ও মধুর মাস্ক: কলা ও মধুর মাস্কও চুল ভালো রাখতে সাহায্য করে। দুটো কলার সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে নিন। এবারে মাথার স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস: পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত রাখে। একটি পেঁয়াজ ব্লেন্ড করে তার রস বার করে নিন। এই রস মাথায় ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।

অ্যালোভেরা: অ্যালোভেরাও চুলের যত্ন নিতে অনেকটাই সাহায্য করে। অ্যালোভেরার জেলি বের করে নিয়ে তার মিশ্রণ মাথায় একঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।

জবা ফুলের হেয়ার মাস্ক: জবা ফুলের পাপড়ি পেস্ট করে নিন প্রথমে। এর মধ্যে দই মিশিয়ে মিশ্রণটি মাথার স্ক্যাল্পে লাগান। এক ঘণ্টা মিশ্রণটি মাথায় রেখে ধুয়ে ফেলতে হবে।