• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নিম্ন আয়ের মানুষদের আরও দেড় লাখ খাবার দেবে রোটারি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুন ২০২০  

করোনার কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে আরও দেড় লাখ খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১। এ ছাড়াও আরও ৩ হাজার পরিবারকে এক মাসের জীবনধারণের সমপরিমাণ আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হবে। গতকাল জেলা গভর্নর এম খায়রুল আলম এই কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে গভর্নর রোটারিয়ান স্বেচ্ছাসেবকদের সামাজিক দূরত্ব বজায়  রেখে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে  মোবাইল মানি ট্রান্সফার ব্যবহারের পরামর্শ দেন। 

উল্লেখ্য, দেশব্যাপী কভিড-১৯ এর বিস্তার শুরু হওয়ার পর থেকে দেশের রোটারি ক্লাবগুলো একযোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে গরিব শ্রমজীবীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, সচেতনামূলক পুস্তিকা বিতরণ, খাবার বিতরণ, টেলিমেডিসিন কলসেন্টার স্থাপন, পিপিই প্রদান, অক্সিজেন পুল গঠন এবং মানুষের বিকল্প কর্মসংস্থানে সহায়তা করা।