• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছেঃ সুজন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেছেন, সুজনের পক্ষে অনেক আগ থেকেই অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছিলাম। দেরিতে হলেও সোহার্দ্য পূর্ণ পরিবেশে সংলাপ হয়েছে। কিন্তু সমঝোতা হয়নি। তবে আশার কথা রাজনৈতিক দলগুলোর উদারতার দিক বিবেচনা করলে একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেই আমাদের ধারণা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনদের যথাযথ ভূমিকা পালনের মধ্যদিয়ে সৃষ্টি হতে পারে সুষ্ঠু নির্বাচনের সহায়ক পরিবেশ। এটা নিশ্চিত করা জরুরি।

সংবাদ সম্মেলনে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। তথ্য উপস্থাপন করেন সুজনে’র প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

তিনি সাংবাদিকদের বলেন, আমাদের জানা মতে ১৮৭১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, তথ্য বিশ্লেষণ করা সম্ভব হয়েছে ১৮৪২ জনের। বাকি ২৯ জনের তথ্য বিশ্লেষণ করতে পারেনি।

ভোটের আর কয়েক দিন বাকি আছে, মাঠে আর্মি আছে। আমরা আশা করছি, সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল আচরণ করবেন।

এছাড়া সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজনে'র আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন।