• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

২০২১ সালে আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ টাকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  

২০২১ সালে আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ টাকা                   
নির্বাচন কমিশনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

২০২১ বর্ষের হিসাবে দেখা যায়, গত বছর দলটির মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার টাকা। যা ২০২০ এর তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি। আর মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার টাকা। অর্থাৎ ২০ এর তুলনায় ব্যয় কমেছে।

বর্তমানে দলটির ব্যাংকে জমা রয়েছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। দলটির আয়ের বড় খাত হিসেবে দেখানো হয়েছে মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি।