• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ডোমারে ধান সংগ্রহ করতে লটারির মাধ্যমে কৃষক বাঁছাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

‘শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন’ এ প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় আমন মৌসুমে সরকারিভাবে সরাসরি  কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে লটারির মাধ্যমে কৃষক বাঁছাই করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে এ লটারি হয়।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লটারির উদ্বোধন করেন। 

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদ হাসান, ডোমার খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান, চিলাহাটী খাদ্যগুদাম কর্মকর্তা নিত্যনন্দ রায়সহ ইউপি চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন। 

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩০ হাজার ২৮৯জন কৃষকের মধ্যে ২১৩৪ কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন।তালিকাভুক্ত প্রতি কৃষক ২৬টাকা দরে এক মেট্রিক টন ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন।