• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় কৃষকের মর্মান্তিক মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

লুঙ্গি পরে মাঠে কাজ করতে গিয়ে ঘটল বিপত্তি। ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। নিজ ফসলি জমিতে মর্মান্তিকভাবে মারা গেলেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৬ নভেম্বর/২০২০) সকাল ৮টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট গ্রামে।

মৃতের নাম আব্দুর রহিম। পেশায় ছিলেন কৃষক। সে ওই গ্রামের মৃত সমসের আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী কৃষকরা জানায়, সকালে টাক্টর ভাড়া করে যখন জমি লাঙল দিচ্ছিলেন, তখনই ঘটে দুর্ঘটনা। টাক্টরে চালকের আসনের পাশেই বসেছিলেন রহিম। চলন্ত টাক্টর থেকে হঠাৎ পড়ে যান তিনি । এসময়ে পরনের লুঙ্গিটি জড়িয়ে যায় টাক্টরের ফলায়। শেষ পর্যন্ত ট্রাক্টরটি যখন থামে, ততক্ষণে সবশেষ। কৃষকের দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। 


কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছি। টাক্টরের চালক বেপাত্তা। তাকে খুঁজছি আমরা।