• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ মঙ্গলবার(২২ডিসেম্বর) বিকালে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল এ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালিকাপুর স্কুল এ্যান্ড কলেজ। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা বেগম।

কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন শাহ, জেলা ক্রীড়া কর্র্মকর্তা আবুল হাশেম।
 
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম জানান, একই অনুষ্ঠানে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশ নেয়া তিনটি প্রতিষ্ঠানের ৩৪জনকে সনদপত্র প্রদান করা হয়।