• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

‘আপনারা আছেন বলেই গ্রামের মানুষজন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

নীলফামারীর জলঢাকায় গ্রাম পুলিশগণের মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের গ্রাম পুলিশগণের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরণ এবং ব্যাজ পরানো হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আগত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব পোষাক ও সরঞ্জামাদি বিতরণ এবং ব্যাজ পরিধান করান উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

এ সময় মাহবুব হাসান বলেন, আপনারা আছেন বলেই গ্রামের সাধারণ মানুষজন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। সমাজের বিভিন্ন অসঙ্গতি-সমস্যা সহজেই আমাদের কানে আসে। আপনারা নিজেকে সুস্থ রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জুয়া-বাল্যবিয়ে কিংবা ইভটিজিং অথবা মাদক বিক্রয় নয়তো মাদক গ্রহণের মতো সংবাদ যেন কখনও আমাদের কানে না আসে। যারা এমন কর্মকাণ্ড করার চেষ্টা করবে আমাদেরকে সংবাদ দিবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক আসাদুজ্জামান স্টালিন, সাংবাদিক আবেদ আলী, সিরাজুল ইসলাম, মোকলেছার রহমান প্রমুখ।