• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগে গ্রেফতার ১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২১  

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের (সিপিসি-২) একটি অভিযানিক দল। সোমবার (৩ মে) র‌্যাব-১৩, রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) মু. আল-আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রোববার (২ মে) বিকেলে নীলফামারী সদর থানার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে টাকার বিনিময়ে ভুয়া চাকরির নিয়োগপত্র প্রদানকারী প্রতারক মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করার কথা স্বীকার করেছেন।

আল-আমিন সরকার জানান, গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় প্রতারণার মামলা করা হয়েছে। এবং তার সঙ্গে জড়িত অন্য প্রতারকদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।