• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জলঢাকায় দেড় লক্ষ শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনের উদ্বোধন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২১  

নীলফামারীর জলঢাকায় ১লক্ষ ৫০হাজার অপ্রাপ্ত শিশুদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনের লক্ষমাত্রা নিয়ে উদ্বোধন হল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আয় ছেলেরা আয় মেয়েরা, চল ছুটে যাই, কমিউনিটি ক্লিনিক থেকে কৃমির ঔষধ খাই”।

গতকাল রোববার দুপুরে পৌরশহরে বগুলাগাড়ী কমিউনিটি ক্লিনিকে প্রথম ৮১জন শিশুদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর।

জানা যায়, ৫ থেকে ১৬ বছরের শিশুদের মাঝে এসব ট্যাবলেট সেবন করানো হবে। এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর বলেন, এবারে উপজেলাটিতে লক্ষ্য মাত্রা এক লক্ষ ৩৩ হাজার শিক্ষার্থীদের মাঝে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করানো হবে।

এ ছাড়াও ঝড়ে পড়া শিশুদেরও এ কর্মসুচির আওতায় আনা হবে।  সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ শিশুই থাকছে আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, করোনা কালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কমিউনিটি ক্লিনিকগুলোতে ১৬ থেকে ২০ মে পর্যন্ত শিশুদের এসব ট্যাবলেট সেবন করাবেন।