• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমারে প্রধানমন্ত্রীর উপহার পেল মুচি সম্প্রদায়ের ১৮ পরিবারর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মে ২০২১  

করোনার কারণে মুচি সম্প্রদায়ের আয় উপার্জন কমে যাওয়ায় অভাবগ্রস্থ হয়ে পড়েছে। তাই প্রান্তিক এই জনগোষ্ঠীর গরিব, দুঃস্থ মুচি সম্প্রদায়ের ১৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে/২০২১) বিকাল ৪টার দিকে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রতিজনের খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, ভোজ্য তেল এক লিটার, চিনি এক কেজি, ডাল এক কেজি, সেমাই দুই প্যাকেট। প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার উপহার পেয়ে বেজায় খুশি দরিদ্র এ মানুষেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, দেশের কোন মানুষ যেন না খেয়ে থাকে এ জন্য হতদরিদ্র মানুষ খুঁজে বের করে তাদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুচি সম্প্রদায়ের ১৮ জনকে প্রধানমন্ত্রী উপহার তুলে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

বিশেষজ্ঞগণ মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ স্বস্তিতে রয়েছে। প্রধানমন্ত্রী কোন সম্প্রদায়ের মানুষের মাঝে কোন ধরণের ভেদাভেদ করেন না। সকলকে সমান দৃষ্টিতে দেখেন। এজন্য তিনি দেশের আপমর জনগণের নেত্রীতে পরিণত হয়েছেন।