• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হঠাৎ ডোমারে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২১  

হঠাৎ করেই জেলার ডোমার উপজেলায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার(২১ মে/২০২১) দুপুর পর্যন্ত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন ডায়ারিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

তাদের অধিকাংশই বয়স্ক মানুষ। আক্রান্তরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আবাসিক মেডিকেল  কর্মকর্তা ডা. তপন কুমার রায় জানান, গতকাল বৃহস্পতিবার(২০ মে) ডায়ারিয়া রোগে আক্রান্ত হয়ে আট জন ও শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত ছয় জন সহ মোট ১৪জনকে ভর্তি হয়। তাদের অধিকাংশই বয়স্ক।

তিনি জানান, গরম ঠান্ডা আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে।