• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রথম বারের মতো কিশোরগঞ্জে চাষ হচ্ছে পিচ ফল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২১  

কিশোরগঞ্জ উপজেলায় প্রথম বারের মতো চাষ হচ্ছে পিচ ফল। উপজেলার সদর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বিসমিল্লাহ নার্সারির মালিক আব্দুল কুদ্দুস প্রথম বারের মতো এ চাষ শুরু করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি পিচ ফলের চারা এনে আমার বাগানে রোপণ করি। গত দুই বছর আগে গাছটিতে প্রথম ফল ধরে। বর্তমানে আমি চারা তৈরি করে বিক্রি করছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৃষার কান্তি রায় বলেন, কিশোরগঞ্জের মাটি সম্ভাবনাময় এ ফলটি চাষের জন্য উপযোগী।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এক কেজি পিচ ফল থেকে ৪৭০ ক্যালরি শক্তি পাওয়া যায়।