• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ডোমারে বীরঙ্গনাদের খাদ্য ও অর্থ সহায়তা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২১  

নীলফামারীর ডোমার উপজেলায় বীরঙ্গনাদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২৮ মে/২০২১) সকাল ১১টার দিকে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে ডোমার ও ডিমলার ২০ জন বীরঙ্গনাকে সহায়তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। 

সহায়তা কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। প্রতিজনকে ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা সহায়তা করা হয়েছে। 

সংগঠনের নীলফামারী জেলা সমন্বয়ক লেখক ও গবেষক আল-আমীন রহমানের সভাপতিত্বে এসময় পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সাংবাদিক সাখায়াত হোসেন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।