• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জলঢাকায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২১  

নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ১৭) শুরু হয়েছে। আজ শুক্রবার(২৮ মে/২০২১) বিকাল সাড়ে ৩টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান চানু, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, জাপার সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। 

উদ্বোধনী খেলায় গোলনা ও শিমুলবাড়ী ইউনিয়ন ফুটবল অংশগ্রহণ করে। ২য় খেলায় কৈমারী ও গোলমুন্ডা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করবে। উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে।