• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নীলফামারীতে গ্যাসের চুলা থেকে আগুন-ছয় ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২১  

গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার(৩০ এপ্রিল/২০২১) সকাল সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের একতার বাজারে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়ে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেছে।

ইউপি চেয়ারম্যান মঈনুল হক জানান, ঘটনার একতার বাজারের আফসার আলীর মুদির দোকানের সাথে তার হোটেল ব্যবসা রয়েছে। হোটেলের গ্যাসের চুলার পাইপলিক হওয়ায় হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে আফসার আলীর মুদির দোকান হোটেল, জিরাত আলীর মুদির দোকান, রফিকুলের ফার্মেসী, বাবুল ও ওসমানের মেশিনারিরর দোকান ও আব্দুল্লার সেলুনের দোকান পুড়ে যায়। 

এলাকার মিজানুর রহমান জানান, আমরা ডিমলা উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দিলেও একতা বাজারের রাস্তা চলাচলের উপযোগী না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি বাজার পর্যন্ত আসতে পারেনি। শতশত মানুষজন চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, এককার বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সরকারী সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।