• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুন ২০২১  

কৃত্রিম সারের অপরিকল্পিত ব্যবহারে মাটির উর্বরতা শক্তি কম হওয়া, কৃষি উৎপাদনে অধিক অর্থ ব্যয় রোধ ও মাটির গুণগত মান ঠিক রাখতে নীলফামারীর ডোমারে ভিত্তি বীজ আলু খামারে (বিএডিসি) ব্যাপক হারে ধইঞ্চা চাষ করা হয়েছে।

ধইঞ্চা চাষের ব্যাপারে ডোমার বিএডিসির উপ পরিচালক আবু তালেব মিঞা জানান, ২১ বছর ধরে খামারে ধইঞ্চা চাষ করা হচ্ছে। খাদ্যশষ্য গাছের জীবনচক্র সঠিকভাবে সম্পন্ন করণে ১৭টি খাদ্য গুরুত্বপূর্ণ। এসব খাদ্য উপাদান বাতাস ও মাটি থেকে সংগ্রহ করে পাতা তৈরি করে ধইঞ্চা গাছ। 

চলতি মৌসুমে খামারের (ফার্ম) ৩৫০ একর জমিতে ধইঞ্চা চাষ করা হয়েছে। হালচাষ ও বীজ ছাড়া বাড়তি কোনো খরচ নেই। সাধারণত ৫৫ থেকে ৬০ দিনের মধেই প্রক্রিয়াকরণের মাধ্যমে জমিনের খাদ্য উপযোগী হয়। মাটির জীবনীশক্তি পুনরুদ্ধার, কাঙ্খিত উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জমির উর্বরতা বৃদ্ধি, মাটির স্বাস্থ্যরক্ষা এবং জৈবসার হিসেবেও ধইঞ্চা ব্যবহৃত হয়। ধইঞ্চা হেক্টর প্রতি ২৫ থেকে ৩০ টন উৎপাদন হয়। যা ১০০ - ১৫০ কেজি নাইট্রোজেন সরবরাহ করে। যা ২২০-২৫০ কেজি ইউরিয়া সারের সমান কাজ করে। 

তিনি আরো বলেন, প্রান্তিক কৃষকদের এই মেসেজ দিতে চাই। কৃষকরা উক্ত পদ্ধতি ব্যবহার করলে আমরা সবাই উপকৃত হবো। প্রকৃতপক্ষে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে এই উদ্যোগ।