• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মুখপোড়া হনুমান সৈয়দপুরের লোকালয়ে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২১  

লোকালয়ে চলে এসেছে জঙ্গলের মুখপোড়া হনুমান। গতকাল শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমহনী এলাকায় দেখা যায়। এর আগে শুক্রবার সকালে বানরটি পাশ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুরের বেলাইচন্ডিতে দেখা মিলেছে। কখনো একা আবার কখনো দলবেঁধে ছুটছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। বিকালে হনুমানটি প্রবেশ করে সৈয়দপুর বিমানবন্দরে। সেখান থেকে আবার চলে যায় নিচু কলোনী মহল্লায়। এ ভাবেই এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলছে মুখপোড়া হনুমানটি। 

এলাকাবাসী জানায়, হঠাৎ হনুমান দেখে তারা হতবাক হয়েছেন। এলাকাবাসী এসব হনুমান খাবার দিচ্ছেন, কেউ ভয়ে তাড়িয়ে দিচ্ছেন। হনুমানটি দ্রুত স্থান ত্যাগ করছে বলে জানান তারা। তবে যারা খাবার দিচ্ছেন তাদের বাড়ির আশেপাশে অবস্থান করছে হনুমানটি। 

পরিবেশ ও পশু-পাখি নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন জানান, মুলত খাদ্য সংকটে এসব হনুমান লোকালয়ে চলে এসেছে। যেসব এলাকায় এসব হনুমানের দেখা মিলছে সেসব এলাকায় আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। যাতে প্রাণিগুলোর কোনো ক্ষতি না হয়।