• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে হত্যা মামলায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত ছোটন অধিকারী হত্যা মামলায় সাদেকুজ্জামান সরকার দিনারকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৫ জুন রাতে শহরের পুরাতন মুন্সিপাড়াস্থ নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাদেকুজ্জামান সরকার দিনার ওই এলাকার আব্দুল বারীর ছেলে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর পৌর শাখার সাবেক সভাপতি।

এ নিয়ে এ মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত মে মাসে ডলার সরকার নামে একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সৈয়দপুর পৌরসভার নির্বাচন গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন শহরের মুন্সিপাড়াস্থ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শহরের মুন্সিপাড়া নূরুল আজিম লেনের বাসিন্দা ছোটন অধিকারী। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান তিনি। 

এ ঘটনায় নিহতের স্ত্রী শ্রাবনী অধিকারী বাদী হয়ে গত ১০ মার্চ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে স্থানীয় থানায় একটি হত্যা মামলা করেন।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।