• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডোমারে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

নীলফামারীর ডোমার উপজেলায় অস্বচ্ছল রোগীদের জন্য বিনামুল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সোহাগ সুখ পল্লী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার(২৬ জুন/২০২১) বিকেল তিনটার দিকে ডোমার পৌরসভার কাজিপাড়ায় সংগঠনের সদস্যরা কার্যালয় চত্ত্বরে ফিতা কেটে ওই সেবার উদ্বোধন করেন। এর আগে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজানুর রহমান সোহাগ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, ‘সোহাগ সুখ পল্লী’ মানবতার সেবায় অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলো। সংগঠনের নিজস্ব খরচে তাদের এ সেবা দেওয়া হবে। আর যাদের কিছুটা স্বচ্ছলতা আছে তারা শুধু অ্যাম্বুলেন্সের জ্বালানী খরচের বিনিময়ে সেবা পাবেন। স্বচ্ছল ব্যক্তিরা বাজার মূল্যের চেয়ে কম ভাড়ায় ভাড়া নিতে পারবেন।’ 

সংগঠনের সাধারণ সম্পাদক রতন রায় বলেন, ‘ছয় বছর আগে মানবতার সেবায় সোহাগ সুখ পল্লী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা প্রতিষ্ঠা করি। সভাপতি মিজানুর রহমান সোহাগ তিন লাখ টাকা মূল্যের পুরাতন একটি অ্যাম্বুলেন্স সংগঠনে দান করেছেন। আজ থেকে ওই অ্যাম্বুলেন্স সেবা শুরু হলো।’ 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  মো. রাশেদুজ্জামান, সংগঠনের সদস্য রাকিব হোসেন, শুভ সাহা, বাসুদেব রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।