• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডোমারে করোনা রোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

নীলফামারীর ডোমার উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ লাগাতার সচেতনতামূলক প্রচারনা করছেন।

শনিবার(২৬ জুন/২০২১) সকাল হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্যানেটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান হাত মাইকে প্রচারনা চালায়। এসময় সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর অজয় রায় সহযোগীতা করেন। 

স্যানেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান জানান, সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে প্রচারনা শুরু হয়। এরপর উপজেলা বিভিন্ন হাচ-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচারনা করা হয়েছে।

তিনি বলেন, সাধারন চলাচলের রাস্তা ঘাটে করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের না হওয়া, জ¦র সর্দি হলে পরিক্ষার জন্য অনুরোধ জানানো হচ্ছে।