• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে বজ্রপাতে পঞ্চম শ্রেনীর ছাত্র নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

ধানক্ষেতের জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তৌফিকুল হাসান (১২) নামে এক পঞ্চম শ্রেনীর ছাত্র নিহত হয়েছে।

শনিবার(২৬ জুন/২০২১) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাঁশতলীপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত তৌফিকুল সৈয়দপুর ডাকঘরের পিয়ন ও বাঁশতলীপাড়ার বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে। 

জানা যায়, দুপুরে তৌফিকুল ও একই এলাকার মোকছেদ আলী ছেলে সাত বছরের সুজাতসহ বাড়ির পেছনে মাছ ধরতে যায়। এ সময় বৃস্টি সহ বজ্রপাত ঘটলে তারা দুইজনই আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তৌফিকুলকে মৃত ঘোষনা করে।

অপরজন সুজাতের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।