• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ডিমলায় বিনামূল্যে কৃষি যন্ত্র ও সার বীজ বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১২টি কৃষক গ্রুপের মাঝে বিনামুল্যে ১২টি ৪ লাখ ৮০ হাজার টাকা মুল্যের ধান রোপন যন্ত্র ও খরিপ-২ মৌসুমে রোপা আমন প্রনোদনার আওতায় মোট ১৩শ কৃষকের মধ্যে ৯শ জনকে ২কেজি করে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধান বীজ, ২০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও ৪শ জনের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।