• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সার-বীজ পেলেন জলঢাকার কৃষকরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

নীলফামারীর জলঢাকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি দপ্তরের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

চলতি মৌসুমে এক হাজার ৪৫০ জন কৃষকের মাঝে উফসি জাতের ধান বীজ পাঁচ কেজি, হইব্রিড জাতের ধান বীজ দুই কেজি ও সার ৩০ কেজি করে দেওয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা  নির্বাহী অফিসার মাহবুব হাসান। 

এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদৎ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক আসাদুজ্জামান স্টালিন প্রমূখ।