• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ডিমলায় ইউএনওসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২১  

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় করোনা সংক্রমন হয়েছেন। শনিবার সকালে উপজেলা হাসপাতালে র‌্যাপিড এন্টিজেনে নমুনা টেস্ট করার পর তার করোনা পজেটিভ হয়। তার শারিরিক পরিস্থিতি ভাল থাকায় তিনি উপজেলা পরিষদের সরকারী বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা পজেটিভ হয়েছেন। তার সু-চিকিৎসা চলছে। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি নেয়া হয়েছে। 

এদিকে হাসপাতালে বিভিন্ন রোগীর চিকিৎসা ও সেবা প্রদান করতে গিয়ে ৪ জন চিকিৎসক,৪ জন নার্স ও ৫ জন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির।

তিনি জানান, আজ শনিবার পর্যন্ত জেলায় ২৪২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে জেনারেল হাসপাতালে ৩৭ জন, সৈয়দপুর হাসপাতালে ৫ জন, নিজবাড়িতে হোম আইসোলেশনে ১৮৬ জন ও রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।